প্ৰচণ্ড ধুলো ঝড়ে কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেল গুয়াহাটি, স্তব্ধ হল জনজীবন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটি, ১৫ এপ্ৰিলঃ
বুধবার দুপুরে প্ৰচণ্ড ঝুলো ঝড় দেখলেন গুয়াহাটিবাসী। এদিন দুপুরে হঠাৎ আসা প্ৰচণ্ড ধুলোর ঝড়ে মুহূৰ্তের মধ্যে অন্ধকার হয়ে যায় মহানগরের রাস্তাঘাট। ঝড়ের পরে ছিটেফোটা বৃষ্টিও হয়। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ কাল বৈশাখীর এই ধুলোর ঝড় আসে। তার প্ৰায় দু ঘন্টা আগে ঝড়টি বরপেটার দিকে ছিল। তারপর গুয়াহাটি হয়ে ঘন্টা খানেকের মধ্যেই নগাঁও গিয়ে পৌঁছয় ঝড়টি। দরং, কলাইগাঁও এলাকাতেও ঝড়ে ঘর, বাড়ির বিস্তর ক্ষতি হয়েছে।
হাওয়ার তীব্ৰ বেগে রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ গাছড়া উপড়ে গেছে। রাস্তার ধারে দোকান পাটের হোৰ্ডিং, সাইনবোৰ্ড সমস্ত উড়ে গেছে। প্ৰায় আধ ঘন্টা ধরে চলে তীব্ৰ এই ধুলো ঝড়। তারপর শুরু হয়ে ছিটেফোটা বৃষ্টি। মহানগরে বেশ কিছু জনবসতীপূৰ্ণ এলাকায় ঘরে টিনের চাল উড়ে গেছে। ফেন্সি বাজারের পুরনো জেলের দেয়ালের একাংশ ঝড়ের দাপটে ধসে গেছে।
মহানগরের আসে পাশে চন্দ্ৰপুর, খানাপাড়া,গড়চুক, গাড়ীগাঁও, লংকেশ্বর, ছয়গাঁও, গরৈমারী, সোণতলি তথা মহানগরের জু-রোড, বেলতলা, মালিগাঁও, নুনমাটি, নারাঙ্গি, একালায় ঝড়ে রাস্তা ঘাট লণ্ড ভণ্ড হয়ে যায়। জু রোড এলাকায় রাস্তার ধারে ভরলু নদীর পারে গাছ ভেঙে পড়ে। নুনমাটি নারাঙ্গির জনবসতিপূৰ্ণ এলাকায় ঘরে টিনের চাল উড়ে যায়। তবে এই খবর লেখা পৰ্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
হাওয়ার তীব্ৰ বেগে রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ গাছড়া উপড়ে গেছে। রাস্তার ধারে দোকান পাটের হোৰ্ডিং, সাইনবোৰ্ড সমস্ত উড়ে গেছে। প্ৰায় আধ ঘন্টা ধরে চলে তীব্ৰ এই ধুলো ঝড়। তারপর শুরু হয়ে ছিটেফোটা বৃষ্টি। মহানগরে বেশ কিছু জনবসতীপূৰ্ণ এলাকায় ঘরে টিনের চাল উড়ে গেছে। ফেন্সি বাজারের পুরনো জেলের দেয়ালের একাংশ ঝড়ের দাপটে ধসে গেছে।
মহানগরের আসে পাশে চন্দ্ৰপুর, খানাপাড়া,গড়চুক, গাড়ীগাঁও, লংকেশ্বর, ছয়গাঁও, গরৈমারী, সোণতলি তথা মহানগরের জু-রোড, বেলতলা, মালিগাঁও, নুনমাটি, নারাঙ্গি, একালায় ঝড়ে রাস্তা ঘাট লণ্ড ভণ্ড হয়ে যায়। জু রোড এলাকায় রাস্তার ধারে ভরলু নদীর পারে গাছ ভেঙে পড়ে। নুনমাটি নারাঙ্গির জনবসতিপূৰ্ণ এলাকায় ঘরে টিনের চাল উড়ে যায়। তবে এই খবর লেখা পৰ্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই