Header Ads

করিমগঞ্জ রোটারি ক্লাব ও বদরপু্র যুবশক্তি এনজিও-এর যৌথ উদ্যোগে ত্রাণ বন্টন



নয়া ঠাহর, হাইলাকান্দি : গতকাল ১৩ এপ্রিল, করিমগঞ্জ রোটারি ক্লাব এর সহযোগিতায় ও বদরপু্র যুবশক্তি এনজিও-এর ব্যবস্থাপনায়, জুমবস্তি, নেতাজী বিদ্যাভবন স্কুলের পাশে প্রায় ৫৫ জন গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য-সামগ্ৰী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রোটারি ক্লাব -এর সেক্রেটারী তথা বিশিষ্ট আইনজীবী রাজীব কর পুরকায়স্থ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এবং বদরপু্র যুবশক্তি এনজিও-এর সদস্যবৃন্দরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.