Header Ads

কাছাড়ের 'করোনা' আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন



নয়া ঠাহর, শিলচর : শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা কাছাড়ের 'করোনা' আক্রান্ত রোগী সাজিবুর রহমান শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেনজানা যায়, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত সেনাকর্মী সাজিবু্র রহমানের শরীরে কোভিড-19-এর লক্ষণ ধরা পড়লে তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়হাসপাতালে ডাক্তারদের চিকিৎসায় সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেন তিনিগত কয়েকদিনের বেশ কিছু পরীক্ষার পর ডাক্তাররা নিশ্চিত হন যে, উনার শরীরে এই ভাইরাসের আর কোনো বীজাণু নেইসুতরাং, উনার মেডিকেল রিপোর্টস গুলোর উপর ভিত্তি করে উনাকে হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়ার অনুমতি প্রদান করা হয়  ডঃ প্রসেনজিৎ ঘোষের সূত্রে জানাযায়, কোভিড-19 মোকাবিলায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যথেষ্ট পরিমাণে ঔষধপত্র রাখার পাশাপাশি Isolation Unit, Super Ventilation Unit ইত্যাদির ব্যবস্থা করে রাখা আছেতাছাড়া, কোভিড-19 মোকাবিলায় অসম সরকারকের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্যআজ সাজিবুর রহমানের হাতে discharge পত্রটি তুলে দিতে উপস্থিত ছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক মন্ত্রী পীযূষ হাজারিকা, অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ বাবুল বেজবড়ূয়া, ডঃ অভিজিৎ স্বামী, ডঃ প্রসেনজিৎ ঘোষ সহ আরও অন্যান্য চিকিৎসকরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.