করোনাকে আন্তর্জাতিক মহামারি ঘোষণা করল WHO, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে
নয়া দিল্লি : করোনা ভাইরাস এখন গোটা বিশ্বের ত্রাস৷
করোনাকে আন্তর্জাতিক মহামারি ঘোষণা করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ তামাম বিশ্বের সঙ্গে ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ দেশে করোনা
আক্রান্তের সংখ্যা ৬৭ ছুঁয়ে ফেলেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাস গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে৷ কোনও দেশ আর বাকি নেই৷ COVID-19
'প্যান্ডেমিক' তকমা দিল WHO৷ কোনও রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়লে তাকে 'প্যান্ডেমিক' বলা হয়৷
বুধবার রাতে
করোনাকে আন্তর্জাতিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিশ্ব স্বাস্থ্য
সংস্থা কোনও রোগ ছড়িয়ে পড়লে, তিনটি পর্যায়ে তাকে ভাগ করে৷ আউটব্রেক, অর্থাত্ রোগটি ছড়াচ্ছে৷ এপিডেমিক, অর্থাত্ মহামারি৷ এপিডেমিক কোনও
নির্দিষ্ট অঞ্চ বা দেশেও হতে পারে৷ কিন্তু যখন তামাম দুনিয়ায় ছড়িয়ে যায় সেই
রোগ, তখন তা প্যান্ডেমিক অর্থাত্ আন্তর্জাতিক
মহামারি৷
করোনার জেরে ৩০ দিনের জন্য ইউরোপের
পর্যটকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ট্র্যাভেল ব্যানের ঘোষণা করলেন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ শুধু বাদ রাখা হয়েছে ব্রিটেনকে৷ মার্কিন
যুক্তরাষ্ট্রের ১ হাজার জনের দেহে মিলেছে করোনা৷
অর্থনীতির বেসামাল অবস্থায়
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ফোনে কথা বললেন ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি মোদিকে বলেছেন, 'বড়সড়
চ্যালেঞ্জের সম্মুখীন আমরা৷ আমাদের মতে, ইজরায়েল ও ভারত শান্তিপূর্ণ ভাবে এই আর্থিক চ্যালেঞ্জের
মোকাবিলা করতে পারি৷'
এখনও পর্যন্ত বিশ্বে ১ লক্ষ ২৪ হাজারের বেশি মামুষের শরীরে
করোনা ভাইরাস মিলেছে৷ সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷









কোন মন্তব্য নেই