Header Ads

শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে ক্যামেস্ট্ৰি ল্যাবে পরীক্ষা চলাকালীন বিস্ফোরণ, আহত ৪ পড়ুয়া

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
  
শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ে ক্যামেস্ট্ৰি ল্যাবে দুৰ্ঘটনা। ক্যামেস্ট্ৰি ল্যাবে পরীক্ষা চলাকালীন টেস্ট টিউব বিস্ফোরণ হয়ে আহত হয়েছেন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্ৰী সমতে চার ছাত্ৰ।   আহতদের নাম ক্ৰমে দীপাশা সেনগুপ্ত, পঞ্চতপা সেন, তন্ময় সাহা এবং সৌরভ পাল। সঙ্গে সঙ্গে তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

 ছবি, সৌঃ বরাক বুলেটিন
টেস্ট টিউবের একেবারে সামনে থাকার কারণে দীপাশার অবস্থা বেশী গুরুতর। এসিড ছিটে পুরো মুখ জ্বলে গিয়েছে দীপাশার। চোখের রেটিনাতেও এসিডের ছিটে গেছে বলে জানা গেছে। তাকে গুয়াহাটির শংকর নেত্ৰালয়ে স্থানান্তর করার পরামৰ্শ দিয়েছেন চিকিৎসকরা।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.