Header Ads

করোনাভাইরাস সংক্ৰমণ মারাত্মক প্ৰভাব ফেলেছে ইতালিতে, মৰ্গগুলিতে মৃতদেহ রাখার জায়গা নেই, বাড়ছে বিপদ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্ৰমণ চিনের থেকেও মারাত্মকভাবে প্ৰভাবিত করেছে ইতালিতে। ক্ৰমশ ছড়াচ্ছে সংক্ৰমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ২হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এবারে মৃতদেহগুলি কোথায় রাখা হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তার কারণ অস্বাভাভিক সংখ্যায় মৃত্যু সামলানোর পরিকাঠামো নেই সে দেশে। 
প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
সরকারি সূত্ৰের খবর- প্ৰত্যেকদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই অনুযায়ী মৰ্গের জায়গা কুলোচ্ছে না। হাসপাতালের বেডে রোগী রাখার জায়গা নেই। রোগীর মারা যাওয়ার পর আরও বাড়ছে সমস্যা। তার কারণ মৃতদেহগুলি যেমনতেমন ভাবে রাখা যাচ্ছে না। টান পড়েছে চিকিৎসা সামগ্ৰীতেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.