Header Ads

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ ১৭ জওয়ান

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২২ মার্চ

ছত্তিশগড়ের সুকমায় শনিবার মাওবাদীদের সঙ্গে হওয়া সংঘর্ষে শহীদ হলেন ১৭ জওয়ান । রবিবার জওয়ানদের দেহ উদ্ধার করে পুলিশ । শনিবার যৌথ বাহিনী সুকমার মিনপা জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালালে সংঘর্ষ ঘটে । যৌথ বাহিনীতে ছিলেন পুলিশ, কোবরা ও এসটিএফ -এর ৬০০  জওয়ান ।

ছবি, সৌঃ ইন্টারনেট

শনিবার সংঘর্ষের পর ১৪ জন জওয়ান গুরুতর জখম হন। অনেক জওয়ানের কোন খোঁজ মিলছিল না । রবিবার সকালে নিখোঁজ জওয়ানদের খোঁজে ফের ওই জঙ্গলে যায় পুলিশ । সেখান থেকেই উদ্ধার  হয় ১৭ জওয়ানের দেহ। জওয়ানদের বেশ কয়েকটি অটোমেটিক রাইফেলের হদিশ মেলেনি ।


দলে ভারি ছিল মাওবাদীরাও । প্রায় ৩০০ মাওবাদী ছিল দলে বলে জানিয়েছেন, ছত্তিশগড়ের ডিজিপি সিএম অবস্থি। অনেক মাওবাদী জখম হলেও, কোন মাওবাদীর মৃতদেহ মেলেনি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.