Header Ads

মানতে হবে লক্ষণ রেখা, জিনিস কিনতে হলে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব


নয়া ঠাহর প্রতিবেদন
 গোটা বিশ্বকেই গ্রাস করেছে মারন ভাইরাস করোনা। গোটা বিশ্বেই লাফিয়ে- লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা  ভারত সহ গোটা বিশ্বেই এখন লকডাউন ।মঙ্গলবার থেকে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুধু  জরুরী  জিনিস কেনার জন্য ওষুধের দোকান ও গালামালের দোকান খোলা থাকবে।কিন্তু লোকের মাঝে এখনো রয়েছে সচেতনতার অভাব। লোকের মাঝে সচেতনতার বৃদ্ধির  জন্য পুলিশ প্রাশাসন কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে। বুধবার নগরের মালিগাঁও এলাকার সমস্ত মেডিকেল  ও গালামালের দোকানে লক্ষণ রেখা টানা হয়। প্রশাসন ও গৌশালা পুলিশের সহায়তায় লোকদের সচেতন করতে এবং একজন ব্যক্তি থেকে অন্য জন ব্যক্তির সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের বাইরে এই চিহ্ন আঁকা হয় ।সমস্ত গ্রাহক   একসাথে দোকানের ভিতরে প্রবেশ করতে যাতে না  পারে এবং এক মিটার দূরত্ব বজায় রাখে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সমস্ত গ্রাহকদের এই  নিয়ম পালন করতে হবে।  যে সমস্ত গ্রাহকরা নিয়মের উলংঘন করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।লক ডাউনের প্রথম দিনের বিভিন্ন দোকানে এভাবেই  জিনিস কিনতে দেখা গেল গ্রাহকদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.