Header Ads

লামডিং প্ৰশাসনের জরুরী বৈঠক


স্বপন দাস, লামডি : আগামিকাল থেকে লামডিঙে সব দুধ সর্বরাহ বন্ধ। অন্যদিকে, লামডিঙের গালামাল দোকানগুলো সকাল ৯টা থেকে বেলা ২ প্রর্যন্ত খোলারাখার নিৰ্দেশ দেওয়া হয়েছে। ২টার পরে যদি কোনো ব্যক্তিকে দেখা যায় বা দোকান খোলা থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্ৰহন করা হবে।
ব্যাবসায়ী সকলে চাউল, আলুকে ধরেজরুরী সামগ্ৰীর দাম নিজের মত করে বৃদ্ধি করলে কারাদণ্ড করা হবে৷ এমনকি দোকানের লাইচেঞ্চ জব্দ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানিয়েছে। লামডিং বজারের ব্যবসায়ী প্ৰতিষ্ঠানের উপরে নিয়ন্ত্ৰন রাখার ওপরে আজ এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লামডিং থানার প্রধান ভারপ্ৰাপ্ত লামডিং কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্ৰ, পুরসভার সভানেত্ৰী সস্তিকা রাউত, মাৰ্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আসাম চেম্বার অফ কমাৰ্সের সদস্যরা উপস্থিত থাকেন। আজ লামডিং রাজপথে ইতিমধ্যে পুরসভা তথা প্ৰশাসন চেনিটাইজার করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.