Home
/
Unlabelled
/
আন্তর্জাতিক নারী দিবসের দিনে তিন নারীকে বৃত্তিমূলক পুরস্কারে পুরস্কৃত করল রোটারি ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটি
আন্তর্জাতিক নারী দিবসের দিনে তিন নারীকে বৃত্তিমূলক পুরস্কারে পুরস্কৃত করল রোটারি ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটি
নয়া ঠাহর প্রতিবেদন
অস্মিতা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব গুয়াহাটি স্মার্ট সিটির সংযুক্ত সহযোগিতাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নগরেরর পল্টন বাজার স্থিত হোটেল অতিথির প্রেক্ষাগৃহে । সেদিন নারী দিবসের সাথে সঙ্গতি রেখে এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তা ছিলেন ডঃ সংগীতা দত্ত ও মিতা নাথ বরা। বক্তৃতার বিষয় ছিল লিঙ্গ বৈষম্য। এ প্রসঙ্গে ডঃ সংগীতা দত্ত বলেন যে বিগত কয়েক দশকে নারীর আর্থ-সামজিক উন্নয়নে সফলতা এসেছে। শিক্ষাসহ সামাজিক পরিস্থিতিতেও সফলতা এসেছে। এর পাশাপাশি রয়েছে বৈষম্যও ।এই বৈষম্যের মানসিকতা দূর করে নারীর অবস্থান শক্তিশালী না করা গেলে এ বৈষম্য দূর করা যাবে না।
ওদিকে নিজের বক্তব্যে মিতা নাথ বরা বলেন যে উচ্চতর শিক্ষা, দক্ষতা ,মানসম্মত জীবিকার সুযোগ ,আয় ও সম্পদ, রাজনৈতিক ক্ষমতা এসবের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমানো আগামী দিনগুলিতে সরকারের বিশেষ চ্যালেঞ্জ হবে।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলারা যারা নিজের দক্ষতায় নিজের সাথে সমাজের অন্য মহিলাদের কাজের সুযোগ করে দিচ্ছে এমন তিন জন মহিলাকে স্বপ্না দত্ত চৌধুরী, টুটু মন্ডল ও মৌসুমী ঘোষকে বৃত্তিমূলক পুরস্কারে সম্মানিত করে রোটারী ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটি। অনুষ্ঠানে রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মধুচন্দ্রা ভট্টাচার্যী সেক্রেটারি বনশ্রী গোগোই অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি দেবযানী পাটিকর,রোটারিয়ান মিনতি বর ঠাকুর ও গায়ত্রী ভট্টাচার্যের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই