গৌর পূর্ণিমা উপলক্ষে বিহাড়া রাধাকানাই লাল জিউর আশ্রমে 57 তম বার্ষিক কীর্তন মহোৎসব
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ গৌড় অঞ্চলে বৈষ্ণব ধর্ম প্রবর্তক শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমাকে কেন্দ্র করে বিহাড়া কদম তলা স্থিত রাধাকানাই লাল জিউর আশ্রমে অষ্টপ্রহর ব্যপী আয়োজিত হলো 57 তম বার্ষিক কীর্তন মহোৎসব। রবিবার অধিবাসের কীর্তনের সূচনা করেন বিনোদ কৃষ্ণ গোস্বামী। সোমবার সম্পূর্ণ দিনব্যপী চলে হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। মঙ্গলবার মহন্ত বিদায়ের মাধ্যমে সম্পন্ন হবে কীর্তন ও দোল উৎসব। এই কীর্তন মহোৎসবে বরাক উপত্যকার আদি সনাতন সম্প্রদায়, নিতাই দয়াল সম্প্রদায়, রাধরাণী সম্প্রদায়, ভক্তি বিলাস সম্প্রদায় ও স্থানীয় শিল্পীরা কীর্তন পরিবেশন করেন।


উল্লেখ্য 1963 সালে বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার বরমচালে প্রয়াত হরিবল গোস্বামী এই কীর্তনের প্রবর্তন করেন। পরে প্রয়াত দিলীপ কুমার গোস্বামী কীর্তন পরিচালনা করেন। বর্তমানের উনার পুত্রগন সহ দেশ বিদেশ থেকে আগত শিষ্যদের দ্বারা পরিচালিত হচ্ছে এই কীর্তন।
কোন মন্তব্য নেই