Header Ads

জনতা কার্ফুর সমর্থনে রেলের প্রচার


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: রবিবার ২২ মার্চ করোনা ভাইরাস ঠেকাতে দেশের প্রধান মন্ত্রী  সকাল থেকে রাত পর্যন্ত জনতা কার্ফু-র ডাক দিয়েছেন। তার সমর্থনে শুক্রবার দুই ঘন্টার  অ্যাওয়ারনেস প্রোগ্রাম  চালালেন বদরপুর রেল হাসপাতালের সিএমএস এস কে দেশমুখ্য সহ হাসপাতালের কর্মীরা। তাঁদের এই উদ্যোগের সমর্থনে প্রচার সঙ্গী হন মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ভজন চন্দ্র দে সহ  অন্য সদস্যরা। বৃহস্পতিবার মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজল চক্রবর্তী শাখা সম্পাদক উত্তম দাস সিএমএসের সঙ্গে দেখা করে করোনা ভাইরাস নির্ণয়ের কোন উপকরন এই হাসপাতালে মজুত নেই জানতে পেরে  তড়িঘড়ি এই  অ্যাওয়ারনেস প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা মালিগাঁও সীমান্ত রেলের সদরেও যোগাযোগ করে সত্ত্বর উপকরণ পাঠানোর আর্জি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.