Header Ads

টংলা কলেজে করোনা ভাইরাস সজাগতা সভা


সঞ্জয় সাহা, টংলাঃ ওদালগুড়ি জেলার টংলা শহরে টংলা কলেজের অধ‍্যাপক ও অধ‍্যাপিকা কতৃক আয়োজিত বর্তমান বিশ্বে তাস সৃষ্টি করা করোনা  ভাইরাসকে প্রতিরোধ করার কিছু কৌশল নিয়ে একটি সজাগতা সভা আয়োজন করে টংলা কলেজের প্রবেশদ্বারের সম্মুখে। উপস্থিত স্থানীয় বাসিন্দাদের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন আচার্য দারা তৈরি কেভিট-১৯ প্রতিরোধে জন‍্য হেন্ড ছেনিটাজার সকলকে বিতরন করেন। অধ্যাপক স্বপন আচার্য জানান তিনি যে হেন্ড ছেনিটাইজারটি তৈয়ার করেছেন তা World Health Organisation-এর দেওয়া নির্দেশ অনুযায়ী। গত ১৬ মার্চ অসম সরকার করোনা ভাইরাসকে প্রতিরোধ করার পরিপেক্ষিতে সমস্ত মহাবিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে আজ মহাবিদ্যালয়ের অধ‍্যাপক ও অধ‍্যাপিকারা করোনা ভাইরাস সজাগতা সভা শুরু করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.