দীপর বিলে প্রতিদিন ৫০০ টন আবর্জনা মিশছে, আজ বিধানসভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা
অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি মহানগর সংলগ্ন পক্ষী অভয়ারণ্য দীপরবিল
সংরক্ষণের দাবি। আজ বিধানসভায় ৩০১ অনুচ্ছেদের বিশেষ কর্মসূচির অধীনে অগপর
রমেন্দ্র নারায়ণ কলিতা গভীর উদ্বেগ প্রকাশ করে গুয়াহাটি মহানগর উপকণ্ঠে
দীপরবিলের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের মধ্যে অন্যতম
বিখ্যাত পক্ষী অভয়ারণ্য
‘রামসের
সাইট’এর অন্তর্গত দীপর বিলে
বিশ্বে দেশান্তরি বা যাযাবর পাখীদের উপযুক্ত বিচরণ ক্ষেত্র। কিন্তু প্রতিদিন
গুয়াহাটি মহানগরে ৫০০ মেট্রিক টনেরও বেশি আবর্জনা এই দীপর বিলে গিয়ে মিশছে। যার
ফলে দীপরবিলের জীবকুল এক প্রত্যাহ্বানের মুখে পড়েছে। দীপর বিলের পাশে গুয়াহাটি
মহানগরের সব আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছে। প্রায় ১৬শো মেট্রিকটন
আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডের ফলে বিলের জল দূষিত হয়ে গেছে। আবর্জনা থেকে
বৈজ্ঞানিক পদ্ধতিতে সার উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদনের মতো ব্যবস্থা নেই। দেশের মধ্যে
হায়দরাবাদ,
বাঙ্গালুরু, কলকাতা প্রভৃতি শহরে
আবর্জনাকে সদ্ব্যহার করার ব্যবস্থা আছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দীপরবিলের
আবর্জনা দু'মাসের মধ্যে সরিয়ে
ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা কার্যকরী হয়নি। জবাবে গুয়াহাটি উন্নয়ন
বিভাগের মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, তারা দীপরবিলের পাশে ডাম্পিং গ্রাউন্ড করতে চায়নি।
চারটি স্থান খোঁজা হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষের আপত্তির ফলে তা কার্যকরী
হচ্ছে না। তিনি বলেন,
আগে
থেকেই ১৩ লক্ষ মেট্রিকটন আবর্জনা সেখানে পড়ে আছে। প্রতিদিন ৫০০ মেট্রিকটন আবর্জনা
হচ্ছে।
অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী বলেন, দীপরবিলকে ভালোভাবে সংরক্ষণ করতেই হবে। সেখানে আবর্জনার স্তুপ যাতে না জমে সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও চাইছেন, দীপরবিলকে ভালোভাবে সংরক্ষণ করা হোক। আজ বিধানসভায় বাজেট বিতর্কে বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন। বিজেপির রূপক শৰ্মা, দীলিপ পাল, বিপিএফের ইমানুল মুসাহারি, বিজেপির চক্রধর গোঁহাই, এআইইউডিএফের মামুন ইমদাদুল হক চৌধুরী, অগপর রকিবুল হোসেন প্রমুখ। আজ বিধানসভায় অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী জানান, আগামীকাল বিধানসভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা করা হবে।
অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী বলেন, দীপরবিলকে ভালোভাবে সংরক্ষণ করতেই হবে। সেখানে আবর্জনার স্তুপ যাতে না জমে সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও চাইছেন, দীপরবিলকে ভালোভাবে সংরক্ষণ করা হোক। আজ বিধানসভায় বাজেট বিতর্কে বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন। বিজেপির রূপক শৰ্মা, দীলিপ পাল, বিপিএফের ইমানুল মুসাহারি, বিজেপির চক্রধর গোঁহাই, এআইইউডিএফের মামুন ইমদাদুল হক চৌধুরী, অগপর রকিবুল হোসেন প্রমুখ। আজ বিধানসভায় অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী জানান, আগামীকাল বিধানসভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা করা হবে।
কোন মন্তব্য নেই