ভয়াবহ অগ্নিকাণ্ড কাটাখালের বাঘমারায়
সানি রায়, কাটাখাল: আজ দুপুর তিনটে নাগাদ সংগঠিত হয় ভয়াবহ
অগ্নিকান্ড। ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে পাশের বাড়ির
বিয়ে নিমন্ত্রণ রক্ষা করে ফিরে এসে আর ব্যবসা প্রতিষ্ঠানে বসার সুযোগ মিলে নি।
ভয়াবহ অগ্নি সংযোগের খবর পেয়ে ছুটে আসতে আসতেই মারমুখী অগ্নিকান্ডে নিমিষেই ছাই
হয়ে গেছে পাঁচগ্রাম থানার অন্তর্গত
বাঘমারা (পলারপার) এলাকার পেট্রোল পাম্পেপের বিপরীতে থাকা ৩৭নং জাতীয় সড়ক সংলগ্ন
দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। স্থানীয় দের পক্ষ থেকে অগ্নিকান্ডের খবর পেয়ে
ঘটনাস্থলে ছুটে আসে কাটাখাল ও পাঁচগ্রাম পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
বদরপুর স্থিত অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ছুটে আসলে ও এর আগেই
ভস্মীভূত হয়ে যায় প্রতিষ্ঠান দুটি।তারমধ্যে একটি ভাতের হোটেল অপরটি গালামাল
(মোদি) দোকান বলে জানা যায়।হোটেল মালিক চিত্ত রঞ্জন মালাকার ও তাঁর স্ত্রী রুমা
মালাকার এর মাথায় বাজ পড়ার মতো বলে জানান, কেননা রাত পোহালেই বন্ধনকে দিতেই হবে কিস্তিি
টাকা।আর ছোট খাটো ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করত বলে জানান। হোটেল
ছাড়া নেই কোনো বিকল্প উপায় বলে আক্ষেপ প্রকাশ করেন। এদিকে অগ্নিকান্ডে হোটেলে
থাকা যাবতীয় তথ্য সহ মূল্যবান কাগজপত্র সবগুলো ও পুড়ে ছাই হয়ে যায়। কোনো কিছুর
হদিশ মিলে নি।সবমিলিয়ে হোটেল মালিক এর কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
এবং অপর গালামাল দোকানটি ও নিশ্চিহ্ন হয়ে প্রায় দুই লক্ষের অধিক ক্ষয়ক্ষতি
হয়েছে বলে অনুমান করেন দোকান মালিক পিক্লু মালাকার।এদিকে,খবর লেখা পর্যন্ত দিনদুপুরে সংগঠিত হওয়া অগ্নিকান্ডের সূত্রপাত
খুঁজে পাওয়া যায় নি। এদিকে, উল্লেখযোগ্য যে সম্প্রতি
কালিনগর ৪র্থ খন্ডে ও সংগঠিত হয়েছিল বড়োসড়ো অগ্নিকান্ড।আলগাপুর বিধানসভার
অন্তর্গত অগ্নি নির্বাপক কেন্দ্র না থাকায় হাইলাকান্দি তথা বদরপুর সহ অন্যত্র
থেকে ছুটে আসলে ও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায়। সঠিক সময়ে পৌঁছতে
পারেনি অগ্নিনির্বাপক বাহিনী বলে বারংবার অভিযোগ জানানোর পাশাপাশি আলগাপুর
বিধানসভার অন্তর্গত একটি অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার দাবি জানালেও সদর্থক
ভূমিকার অভাবে আজ ও পূরণ হয়নি উক্ত দাবি। তাই যথাশীঘ্রই আকস্মিকভাব সংগঠিত অগ্নিকান্ডে থেকে রক্ষা করতে ফের সরব হলেন
স্থানীয় এলাকায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার দাবি নিয়ে। দৃষ্টি
আকর্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ও হাইলাকান্দি জিলার
উপায়ুক্ত সহ ঊধর্তন কর্তৃপক্ষ দের। এদিন অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার দাবি
জানান স্থানীয় স্বচ্ছ এনজিও সম্পাদক সাইদুর রহমান,সহ স্থানীয় জনসাধারণ। এদিকে ঘটনার খুঁজখবর নেন
বিজেপি র আলগাপুর মন্ডল সভাপতি বিধান চন্দ ও জিলা সভাপতি স্বপন ভট্টাচার্য সহ
অনেক। সরকারের তরফে ক্ষতিগ্রস্ত দের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান স্থানীয়
জনসাধারণ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে।
কোন মন্তব্য নেই