করোনা আতঙ্কে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস , পতন ভারতেও
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১২ মার্চ
এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে ( কোভিড- ১৯) আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ । ভারতে আক্রান্তের দাঁড়িয়েছে ৭৩ জনে। এর ব্যাপক প্রভাব পড়েছে শেয়ার বাজারে । একদিকে তেলের দাম পড়ে যাওয়া , অন্যদিকে করোনা ভাইরাসের আক্রমণ, দুইয়ের মাঝে পড়ে উদ্বিগ্ন বিনিয়োগেকারীরা।
ভারতের শেয়ার বাজারও নিম্নমুখী । সেনসেক্স ৭.৫৮ শতাংশ বা ২৭০৭ পয়েন্ট পড়েছে । নিফটি ৭.৭৪ শতাংশ বা ৮১০ পয়েন্ট নেমেছে ।
এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে ( কোভিড- ১৯) আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ । ভারতে আক্রান্তের দাঁড়িয়েছে ৭৩ জনে। এর ব্যাপক প্রভাব পড়েছে শেয়ার বাজারে । একদিকে তেলের দাম পড়ে যাওয়া , অন্যদিকে করোনা ভাইরাসের আক্রমণ, দুইয়ের মাঝে পড়ে উদ্বিগ্ন বিনিয়োগেকারীরা।
ছবি, সৌঃ আন্তর্জাল
জাপানে নিক্কি সূচক নেমেছে ৫.৩ শতাংশে । বুধবার থেকে পতন শুরু হয়েছে আমেরিকার শেয়ার বাজারেও। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ নেমেছে । ২০০৮ সালের আর্থিক মন্দার পর এই প্রথমবারের মতো এতটা নামল ডাও জোনস। শেয়ার বাজারের পতন আরো তাড়াতাড়ি হয়েছে, যখন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ব্রিটেন বাদে ইউরোপের অন্যান্য দেশ থেকে আমেরিকায় আসা বন্ধ করে দিয়েছেন ।ভারতের শেয়ার বাজারও নিম্নমুখী । সেনসেক্স ৭.৫৮ শতাংশ বা ২৭০৭ পয়েন্ট পড়েছে । নিফটি ৭.৭৪ শতাংশ বা ৮১০ পয়েন্ট নেমেছে ।









কোন মন্তব্য নেই