Header Ads

ভীম আর্মি এবার ভোট মঞ্চে , রবিবার ঘোষণা নতুন দলের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১২ মার্চ
ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আগামী রবিবার তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করতে চলেছেন । বহুজন সমাজ পার্টির প্রয়াত সভাপতি কাঁসিরামেরও ওইদিন জন্মদিন । নতুন রাজনৈতিক দলের নাম এখনও ঠিক না হলেও বেশ কয়েকটি নাম ভেবে রেখেছে ভীম আর্মি । তবে এর মধ্যে ' আজাদ বহুজন পার্টি ' নামটিই ভীম আর্মির সমর্থকেরা পছন্দ করবেন বলে জানিয়েছেন ভীম আর্মির  মুখপাত্র । তবে নির্বাচন কমিশন সম্মতি না জানানো অবধি দলের নাম চূড়ান্ত হবে না বলেও জানিয়েছেন ভীম আর্মি মুখপাত্র ।

নিজেদের ছাত্র সংগঠন গড়েছে ভীম আর্মি । ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে, ভীম আর্মি স্টুডেন্ট ফেডারেশন । নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করার পর শুরু হবে সদস্য সংগ্রহের কাজ।

ভীম আর্মি রাজনৈতিক দল গঠন করলে তা নিশ্চিত ভাবেই থাবা বসাবে মায়াবতীর বহুজন সমাজ পার্টির ভোট ব্যাঙ্কে। চিন্তিত মায়াবতী তাই নিজের দলের নেতাদের বৈঠক ডেকেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে । মায়াবতীর দলের কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে ভীম আর্মি প্রধান     চন্দ্রশেখর যোগাযোগ রাখছেন বলে জানা গেছে ।




মার্চের প্রথম দিকে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের 2022 সালের বিধানসভা নির্বাচনে লড়ার জন্য তৈরি হওয়া পাঁচ দলীয় মোর্চা ' ভাগীদারী সংকল্প মোর্চা '- তে তিনি যোগ দিতে চান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.