Header Ads

করোনা সতৰ্কতা, সরকারী কৰ্মীদের বাড়ি থেকে কাজের নিৰ্দেশ কেন্দ্ৰীয় সরকারের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৯  মাৰ্চ
করোনাভাইরাসের সংক্ৰমণ ঠেকাতে এবার বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্ৰীয় সরকার। কেন্দ্ৰীয় সরকারের আমলা ও অফিসার পৰ্যায়ের কৰ্মীদের বাড়ি থেকে কাজ করার নিৰ্দেশ দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ গ্ৰুপ বি ও গ্ৰুপ সি কৰ্মীদের অফিসে যেতে হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
নোটিসে বলা হয়েছে- অফিসার ও আমলারা বাড়ি থেকে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারবেন। সংশ্লিষ্ট দফতরের প্ৰধানের ঠিক করে দেওয়া নিৰ্দিষ্ট রোস্টার মতে গ্ৰুপ বি ও গ্ৰুপ সি কৰ্মীদের কাজ করতে হবে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিতে এই নোটিস কাৰ্যযকর হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।

ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মাৰ্চ পৰ্যন্ত সমস্ত শিক্ষা প্ৰতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধ করা হয়েছে সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হলগুলিও। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্ৰিল পৰ্যন্ত করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.