Header Ads

কার্ফু শিথিল করা হল ইয়দু সহ গোটা শিলঙে

 নয়া ঠাহর প্রতিবেদন- শিলং ৫ মার্চ

শিলং শহরে কার্ফু শিথিল করা হল। শিলঙের পাইকারি বাজার  ইয়দুতে ( বড়বাজার ) সকাল ছয়টা থেকে দুপুর একটা অবধি বৃহস্পতিবার কার্ফু শিথিল করা হয়েছিল । শিলঙের আরেক ব্যস্ততম বাজার পুলিশ বাজারে বৃহস্পতিবার কার্ফু শিথিল করা হয়েছিল সকাল নয়টা থেকে চারটে অবধি ।


সোহরাতে ( চেরাপুঞ্জি ) বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল ছয়টা অবধি কার্ফু শিথিল করা হয়েছিল ।


বৃহস্পতিবার ভোররাত ২.৪৫ নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শিলঙের নংমাইনসং এলাকায় জনৈক জয় মহারাম্ম রাইয়ের রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়িতে  ( MLO5 E 9549) পাথর ছুঁড়লে গাড়িটির ডানদিকের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে ।


বৃহস্পতিবার সকাল ৬.৪৫  নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা জনৈক সাদ্দাম হুসেনের গাড়িতে ( ASO1 DV -- 4869) আগুন লাগানোর চেষ্টা করে । ঘটনাটি ঘটেছে রি-ভোই জেলার উমস্নিং পাটা রিম বাইপাসে । গাড়িটির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।

গত শুক্রবার থেকে খাসি পাহাড়ে বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা বৃহস্পতিবার চালু করে দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.