নিৰ্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির নতুন তারিখ জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোৰ্ট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
নিৰ্ভয়া কাণ্ডে এ নিয়ে চারবার দণ্ডিতদের মত্যুর দণ্ড দেওয়া হল। এর আগে তিনবার আইনের প্যাঁচে পড়ে দোষীদের মৃত্যুদণ্ড কাৰ্যকর হয়নি। নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোৰ্ট। আগামী ২০ মাৰ্চ ভোর সাড়ে পাঁচটায় দণ্ডিত চার জনের ফাঁসি কাৰ্যকর করার নিৰ্দেশ দিয়েছেন বিচারক।
নিৰ্ভয়া কাণ্ডে এ নিয়ে চারবার দণ্ডিতদের মত্যুর দণ্ড দেওয়া হল। এর আগে তিনবার আইনের প্যাঁচে পড়ে দোষীদের মৃত্যুদণ্ড কাৰ্যকর হয়নি। নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোৰ্ট। আগামী ২০ মাৰ্চ ভোর সাড়ে পাঁচটায় দণ্ডিত চার জনের ফাঁসি কাৰ্যকর করার নিৰ্দেশ দিয়েছেন বিচারক।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গতকাল অৰ্থাৎ বুধবার দণ্ডিত পবন গুপ্তার প্ৰাণ ভিক্ষার আৰ্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। তারপরই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করার আৰ্জি নিয়ে পাতিয়ালা হাউস কোৰ্টের দ্বারস্থ হন তিহাড় জেল কৰ্তৃপক্ষ। সেই ভিত্তিতেই নতুন করে ফাঁসির দিন ধাৰ্য্য করেন বিচারক।
বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চত্ত্বর থেকে বেড়িয়ে আসছেন আইনজীবী সীমা খুসখুসওয়াহা। সঙ্গ রয়েছেন নির্ভয়ার মা বাবা।
গত ৩ মাৰ্চ ভোর ৬ টায় তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ছিল চার দোষী মুকেশ সিং, অক্ষয় কুমার, পবন গুপ্ত এবং বিনয় শৰ্মার। ফাঁসির কয়েক ঘন্টা আগেই রাষ্ট্ৰপতির কাছে প্ৰাণ ভিক্ষার আৰ্জি জানায় পবন। সুপ্ৰিম কোৰ্টে ধাক্কা খাওয়ার পরও রাষ্ট্ৰপতির কাছে আৰ্জি জানিয়েছিল পবন। বুধবার সেই আৰ্জি খারিজ করে দেন রাষ্ট্ৰপতি। তারপরই ফাঁসির নতুন তারিখ চেয়ে পাতিয়ালা হাউস কোৰ্টে আবেদন করা হয়। এদিকে দোষীদের ফাঁসি কাৰ্যকর না হওয়া পৰ্যন্ত মেয়ে ন্যায় পাবে না বলে মন্তব্য করেছেন নিৰ্ভয়ার মা আশাদেবী।










কোন মন্তব্য নেই