আলগাপুরের প্রতিষ্ঠিত সুপারি ব্য বসায়ীর বাড়িতে আয়কর বিভাগের অতর্কিত অভিযান
সানি রায়,পাঁচগ্রাম: আজ সাত সকাল থেকেই
শুরু হয়ে রাত সাতটা অবধি চলে আয়কর বিভাগের অতর্কিত অভিযান। আলগাপুরের জনৈক
প্রতিষ্ঠিত সুপারি ব্যবসায়ী নিজ বাড়ি সহ
আলগাপুর বাজার স্থিত একটি বিশাল অট্টালিকা সহ দুই দুইটা ব্যবসায়ী প্রতিষ্ঠানেও
চলে চিরুনি তল্লাশি অভিযান। প্রাপ্ত সূত্রে জানা যায় গুহায়াটি আয়কর ভবনের অধীনে
সঞ্চালকের নির্দেশনা মোতাবেক আনুমানিক ২২/২৩ জনের চারটি দল গোটা বরাক জুড়ে রুটিন
তল্লাশি অভিযানে মাঠে নামেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়া ও নজর পড়ে বিশিষ্ট
ঠিকাদার সহ অন্যান্য ব্যবসায়ীদের উপর। এদিন আলগাপুরের জনৈক সুপারি ব্যবসায়ী
বাড়িতে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে দিনভর তল্লাশি অভিযান চালায় গুহায়াটি থেকে
আসা আয়কর বিভাগের ১৪/১৫ জনের বিশেষ দল। কড়াভাবে নিরাপত্তার বলয়ে রাখা হয়েছিল
জনৈক ব্যেক্তির নিজ বাড়ি সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তবে জনৈক ব্যেবসায়ীর
হদিশ মিলেনি। এদিনের তদন্তকারী দল পৌঁছানোর আগেই গা ডাকা দেয় জনৈক ওই সুপারি
ব্যবসায়ী বলে সূত্রটি জানায়।সূত্রের আরো
খবর এই দলে দুইজন সহকারি উপায়ুক্ত আয়কর ও ফিল্ড পরিদর্শক দুইজন সহ অন্যান্য
আয়কর বিভাগের অন্যান্য আধিকারিকরা সামিল ছিলেন। এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির
হাইলাকান্দি জিলা কমিটির কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিযোগ বার্মিজ সুপারি সহ অবৈধ
সুপারি ব্যবসার অভিযোগ রয়েছে।এদের দাবি অবৈধ ভাবে সুপারি পাচার সহ কয়লা,সার সহ ইত্যাদির পাচার করতে গিয়ে
রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে সরকারকে। তাই উক্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত তথা সিবিআই
তদন্তের দাবিতে ও সোচ্চার হয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা। এদিকে,
উক্ত আয়কর বিভাগের বিশেষ তদন্ত কমিটির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে
তদন্তের স্বার্থে ও সঞ্চালকের অনুপস্থিতিতে তারা মুখ খুলতে অনীহা প্রকাশ করেন।








কোন মন্তব্য নেই