Header Ads

করোনা ভাইরাস কভিড ১৯ রোগ প্রতিরোধে হাফলং শহরে বুধবার সন্ধ্যায় স্যানিটাইজ করা হয়

  বিপ্লব দেব,হাফলং ২৫ মার্চঃ  করোনা ভাইরাস সমগ্র বিশ্ব জুরে ত্রাস সৃষ্টি করায় এখন সর্বত্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারতে কভিড ১৯ রোগ দ্রুত ছড়াচ্ছে এখন পর্যন্ত ভারতে ছয়শোর বেশী মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ১১ জনের মৃত্যু হয়েছে।

তবে এখন পর্যন্ত অসমে করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর খবর নেই। তবে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এখন সমগ্র দেশ জুরে লক ডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে। এরই মধ্যে চলছে দেশের বিভিন্ন রাজ্য ও শহর স্যানিটাইজারের কাজ। এদিকে বুধবার ডিমা হাসাও জেলাপ্রশাসনের নির্দেশে ইএসসি হেমাঙ্গ নবিস পুলিশসুপার বীর বিক্রম গগৈ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ দিপালী বর্মনের উপস্থিতি বুধবার সন্ধ্যায় দমকল বাহিনী পুরো শহর স্যানিটাইজ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.