Header Ads

করোনা মোকাবিলা করতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এনএইচএমের কর্মচারী সংস্থার অর্থ সাহায্য প্রদান



নয়া ঠাহর প্রতিবেদন।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ।কেন্দ্র ও রাজ্য সরকার একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য কাজ করে যাচ্ছেন ।অসমের রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) সমস্ত কর্মচারীরা  নিজের জীবন বিপন্ন করে দিন রাত সেবা কাজ করে চলেছে। এই সময়ে অসমের  মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আসমকে এই বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করে চলেছেন।
 সমান্তরালভাবে এনএইচএম এর কর্মীরা  মিশন সঞ্চালক, চিকিৎসক-নার্স ,ফার্মাসিস্ট ল্যাব অধিকারী, গণনা অধিকারী, তথ্য অধিকারীরা সবাই   রাজ্যের বিভিন্ন জেলায়, ব্লক পর্যায়ে,ও তৃণমূল পর্যায়ে কাজ করে চলেছে।এই সংস্থার সদস্যরা সবাই অসমের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য নিজেদের উন্নতির জন্য নিজেদের সদস্য থেকে সংগৃহিত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার চেক  ও  অন্য একটি ৫০  হাজার টাকার চেক অসম আরোগ্য নিধিকে প্রদান করে।
সোমবার মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামীর হাতে চেক দুটি  তুলে দেন সংস্থার  সভাপতি  ডঃ মলয় দাস,সাধারণ সম্পাদক ভাস্কর দত্ত, সাথে সংস্থার অনেক সদস্যরাই এদিন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.