Header Ads

লংকু গ্রাম আবদ্ধ হয়ে থাকা শিশু শ্রমিক সহ অসমের বিভিন্ন জেলার ৩৫ জন শ্রমিককে উদ্ধার করল হাফলং পুলিশ

 বিপ্লব দেব, হাফলং, ৩০ মার্চঃ    লক ডাউনের সময় না খেতে দিয়ে শ্রমিকদের কাজ করানোর অভিযোগে এক ঠিকাদারকে আজ সন্ধ্যায় গ্রেফতার করে হাফলং পুলিশ। হাফলং শহরের পার্শ্ববর্তী লংকু গ্রামে আবদ্ধ হয়ে থাকা অসমের বিভিন্ন জেলার ৩৫ জন শ্রমিককে উদ্ধার করে হাফলং পুলিশ। লক ডাউনের সময় কাজ করতে বাধ্য করেছিল ঠিকাদার। গত পাঁচদিন থেকে খেতে দেওয়া হয়নি এই শ্রমিকদের। সেই শ্রমিকদের মধ্যে দূর্দশা গ্রস্থ একজন শ্রমিকের কাছ থেকে ঠিকাদারের এমন অমানবিক কাজের খবর শুনে সঙ্গে সঙ্গে ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীর বিক্রম গগৈ ডিএসপি সূর্যকান্ত মরানকে তাৎক্ষণিক ভাবে নির্দেশ দেন শ্রমিকদের উদ্ধার করার জন্য। পুলিশসুপারের নির্দেশ পেয়েই ডিএসপি বিশাল পুলিশ বাহিনী নিয়ে লংকু গ্রামে সোমবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে শিশু শ্রমিক সহ মোট ৩৫ জন শ্রমিককে উদ্ধার করার পাশাপাশি সংশ্লিষ্ট ওই ঠিকাদারকে গ্রেফতার করে হাফলং থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ধৃত ঠিকাদারকে হাফলং থানায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.