Header Ads

ডিমা হাসাও জেলায় লক ডাউন অমান্য করে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ, নীরব পুলিশ

বিপ্লব দেব, হাফলং, ২৭ মার্চ
 লক ডাইন অমান্য করে ডিমা হাসাও জেলার মাইবাং শহরে ঘর থেকে বাজারে বেরিয়ে এসেছেন অসংখ্য মানুষ। ভারতে দ্রুত গতিতে বাড়ছে কভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ভারতে কভিড ১৯ রোগে ৭৩৩ জন আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ১৭ জনের। ঘন্টায় ঘন্টায় কভিড ১৯ রোগের সংক্রমনের সংখ্যা বাড়ছে ভারতে।

জেলাপ্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ এনিয়ে সজাগতা অভিযান চালানোর পর ও ডিমা হাসাও জেলার সাধারন মানুষের মধ্যে সজাগতার অভাব রয়েছে। জেলাপ্রশাসনের পক্ষ থেকে বার বার আবেদন জানানো হচ্ছে যে লক ডাউন মেনে বিনা কাজে যাতে কেউ ঘর থেকে বের না হয়। কিন্তু তারপর ও সাধারন মানুষ এসব কানে তুলছে না। ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে সাধারন ব্যাপক হারে ঘর থেকে বাজারে এসে সমাজিক দূরত্ব বজায় না রেখেই বাজার হাট করছেন। শুক্রবার সকালে মাইবাং বাজারে এবং হাফলং শহরে এমন দৃশ্য পরিলক্ষিত হয়। তারপর ও প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তা উঠেছে প্রশ্ন। পুলিশের সামনেই  ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষ শহরে ঘোরা ফেরা করছেন কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে ধৃতরাষ্ট্রের ভূমিকায় বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.