Header Ads

শিলচর শহরের বিভিন্ন পুলিশ পয়েন্টে সরকারি কর্মরতদের ফলের রস দিল ভি.এইচ.পি


সানি রায়,পাঁচগ্রাম: সারা দেশজুড়ে যখন করোনা কভিড-১৯ প্রতিরোধে লকডাউন কার্যকরী করে সাধারণ জনতাকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যস্ত জিলা পুলিশ প্রশাসন সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তখনই এক অভিনব পদক্ষেপ বিশ্ব হিন্দু পরিষদের।গতকাল সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অবধি বিশ্ব হিন্দু পরিষদ (ভি.এইচ.পি ) সেবা বিভাগের মাধ্যমে শিলচর শহরের বিভিন্ন পুলিশ পয়েন্টে প্রহরারত পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের হাতে ও.আর.এস এবং ফলের রস তুলে দিল এদিন মোট ৫০০ নিরাপত্তা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। তাদের মতে প্রশাসনের লোকেরা দিন রাত এক করে তাদের সুরক্ষা ভূলে গিয়ে জনগণকে সুরক্ষা নিশ্চিত করতে সদা সক্রিয় ভূমিকায় রয়েছে অতন্দ্র প্রহরী হিসেবে।তাই বিশ্ব হিন্দু পরিষদের সেবা বিভাগের মাধ্যমে এহেন পদক্ষেপ। বিতরণপর্বে সামিল ছিলেন সুদীপ পাল, অর্জুন চৌধুরী সেবাপ্রমুখ, দিলীপ দেব,পূজা গোয়ালা 

নিরুপম আচার্য (দক্ষিণ পূর্ব প্রান্ত ধর্ম প্রসার প্রমুখ) সহ অন্যান্য কর্মকর্তারা। ধর্ম প্রসার প্রমুখ নিরুপম আচার্য্য আরো বলেন সকল জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করে দেশকে মারণব্যাধী থেকে রক্ষা করতে চাইছে তাতে সকল জনসাধারণ যেন প্রশাসনের সহযোগিতায় হাত বাড়ান।  সরকারের যেসব নির্দেশকে পালন করতে বলছে সেগুলো যেন কষ্ট হলেও পালন করা হয়। বিনা কাজে ঘর থেকে না বার হওয়া। এতে দেশের মানুষ সুরক্ষিত থাকবে বলে আশাবাদী বিশ্ব হিন্দু পরিষদ। সরকারকে মন খুলে সাহায্য করার জন্য সর্ব শ্রেণীর জনসাধারণকে আহ্বান রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.