Header Ads

এবার নৌসেনাতে স্থায়ী কমিশন পাবে মহিলারা, আজ ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

নৌসেনায় (Indian Navy) পুরুষ আর মহিলা আধিকারিকদের সমান মর্যাদা পাওয়ার ওপর  জোর দিয়ে সুপ্রিম কোর্ট মঙ্গলবার মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশনকে মঞ্জুরি দিয়ে দিয়েছে।
বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ জানায়, দেশ সেবার জন্য মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দিতে অস্বীকার করলে  সুবিচার করা হবে না।

বেঞ্চ জানায়, কেন্দ্র বৈধানিক অবরোধ তুলে মহিলাদের ভর্তির অনুমতি দেওয়ার পর মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন দেওয়া নিয়ে লিঙ্গের বৈষম্য করা যাবেনা।
আদালত জানায়, যখন একজন মহিলা আধিকারিকের ভর্তি নিয়ে বৈধানিক অবরোধ তুলে দেওয়া হয়েছে, তখন স্থায়ী কমিশনে পুরুষ আর মহিলাদের সাথে একই রকম ব্যবহার করা উচিৎ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.