Header Ads

যুবককে খুনের ঘটনায় ২৪ জনকে আটক করেছে মেঘালয় পুলিশ

নয়া ঠাহর প্রতিবেদন, ১১ মার্চ -- শিলং
রবিবার মেঘালয়ার পূর্ব খাসি পাহাড় জেলার সাইনতুঙে ডাইনি বিদ্যা চর্চা করার অভিযোগে ম্যাকমিলান খারশান্দি নামের বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাওয়া এক যুবককে হত্যা করেছিল উত্তেজিত জনতা । ঘটনায় আহত হয়েছিল আরো দুই যুবক । এই ঘটনার জেরে ২৪ জনকে আটক করেছে মেঘালয় পুলিশ ।

আটক ২৪ জনের মধ্যে মূল অভিযোগ থাকা ৪  জনকে পুলিশ হেফাজত ও বাকি ২০ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ  ( এআইজি) গ্যাব্রিয়েল ইয়াংরাই জানিয়েছেন,  ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৭ জনকে আটক করা হয়েছিল । এর মধ্যে ২ জন নাবালক ও একজন বরিষ্ঠ নাগরিক হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের খোঁজে পুলিশি অভিযান জারি রয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.