দেড়হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দিতে চলেছে আফগান সরকার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১১ মার্চ
গত মাসে আফগানিস্তানে তালিবান জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি সই হওয়ার পর গত সোমবার থেকে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সেনা সরাতে শুরু করেছে । শান্তি চুক্তি হওয়ার পরও অবশ্য হেলমুন্দ প্রদেশে তালিবান জঙ্গিরা আফগান সেনার উপর হামলা চালিয়েছিল । এই ঘটনার বদলা হিসাবে আমেরিকার সেনা তালিবানের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ।
গত বুধবার অবশ্য জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে দেড়হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দেবে আফগান সরকার । আফগান রাষ্ট্রপতি আশরফ গনি এর আগে জানিয়েছিলেন, তিনি তালিবান জঙ্গিদের মুক্তি দিতে রাজি নন। কারণ মুক্তি দিলে দেশের নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে । তবে শেষমেশ সব বাধা কাটিয়ে দেড়হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দিতে রাজি হয়েছে আফগান সরকার । তবে তালিবান জঙ্গিদের মুচলেকা দিতে হবে যে ছাড়া পাওয়ার পর তারা ফের যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে না। এর পাল্টা হিসাবে তালিবান ও তাদের হাতে বন্দি এক হাজার আফগান সেনাকে মুক্তি দিতে রাজি হয়েছে ।
আশরফ গনি জানিয়েছেন, যদি আলোচনায় আরও অগ্রগতি হয় তবে পরে আরও প্রায় ৫ হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দেওয়া হবে । তবে হিংসা কমাতে হবে তালিবানকে। শুধু তাই নয় ,তালিবানের এলাকায় আল কায়দা বা অন্য কোন বিদেশি জঙ্গি গোষ্ঠীকে ঘাঁটি গাড়তে দেওয়া যাবে না।
গত মাসে আফগানিস্তানে তালিবান জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি সই হওয়ার পর গত সোমবার থেকে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সেনা সরাতে শুরু করেছে । শান্তি চুক্তি হওয়ার পরও অবশ্য হেলমুন্দ প্রদেশে তালিবান জঙ্গিরা আফগান সেনার উপর হামলা চালিয়েছিল । এই ঘটনার বদলা হিসাবে আমেরিকার সেনা তালিবানের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ।
গত বুধবার অবশ্য জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে দেড়হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দেবে আফগান সরকার । আফগান রাষ্ট্রপতি আশরফ গনি এর আগে জানিয়েছিলেন, তিনি তালিবান জঙ্গিদের মুক্তি দিতে রাজি নন। কারণ মুক্তি দিলে দেশের নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে । তবে শেষমেশ সব বাধা কাটিয়ে দেড়হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দিতে রাজি হয়েছে আফগান সরকার । তবে তালিবান জঙ্গিদের মুচলেকা দিতে হবে যে ছাড়া পাওয়ার পর তারা ফের যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে না। এর পাল্টা হিসাবে তালিবান ও তাদের হাতে বন্দি এক হাজার আফগান সেনাকে মুক্তি দিতে রাজি হয়েছে ।
আশরফ গনি জানিয়েছেন, যদি আলোচনায় আরও অগ্রগতি হয় তবে পরে আরও প্রায় ৫ হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দেওয়া হবে । তবে হিংসা কমাতে হবে তালিবানকে। শুধু তাই নয় ,তালিবানের এলাকায় আল কায়দা বা অন্য কোন বিদেশি জঙ্গি গোষ্ঠীকে ঘাঁটি গাড়তে দেওয়া যাবে না।
কোন মন্তব্য নেই