Header Ads

আনুষ্ঠানিকভাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১১মার্চ 

কংগ্রেস ছেড়েছিলেন মঙ্গলবার । আর বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিকে যোগ দিলেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দেন তিনি । সিন্ধিয়ার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয়  সভাপতি জে পি নাড্ডা।


ছবি, সৌঃ আন্তর্জাল

বিজেপিতে যোগ দিয়ে সিন্ধিয়া বলেন , তিনি আশা করছেন এবার দেশ সেবার সুযোগ পাবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা জানান সিন্ধিয়া ।




সূত্রের খবর,  সিন্ধিয়াকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় জিতিয়ে আনতে পারে বিজেপি এবং কেন্দ্রে মন্ত্রীও হতে পারেন তিনি ।



মঙ্গলবার ২১ জন কংগ্রেস বিধায়ক সহ মধ্যপ্রদেশের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সিন্ধিয়া ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.