Header Ads

অসমের করিমগঞ্জে ৫২ বছরের এক ব্যক্তির শরীরে প্ৰথম কোভিড -১৯ পজিটিভ ধরা পরল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩১ মাৰ্চঃ অসমে এই প্ৰথম ধরা পরল কোভিড-১৯ পজিটিভ কেস। করিমগঞ্জের ৫২ বছরের এক ব্যক্তির শরীরে কোভিড -১৯ পজিটিভ ধরা পড়েছে। শিলচর মেডিক্যাল কলেজে ওই ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে বৰ্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশিল বলে জানা গেছে। ওই ব্যক্তি ক্যান্সারের রোগী, দিল্লিতে তার ক্যান্সার এবং ডায়াবেটিস-এর চিকিৎসা চলছিল। 

 প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
দিল্লি থেকে করিমগঞ্জে ফিরে কিছুদিন পর জ্বর জ্বর অনুভব করেন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভৰ্তি করা হয়। বৰ্তমানে তাকে শিলচর মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

কিছুদিন আগে ওই ব্যক্তি গুয়াহাটির হাতিগাঁওয়ে থেকে তারপর করিমগঞ্জে গেছেন বলে জানা গেছে। এবারে হাতিগাঁও কোথায় ছিলেন ওই ব্যক্তি, সংক্ৰমণ যাতে না ছড়ায় তার খোঁজ খবর চলছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.