Header Ads

উত্তর পূর্বাঞ্চলের জরুরী কালীন অবস্থার জন্য তৈরি কার্গো বিমান




 নয়া ঠাহর প্রতিবেদন
আন্তর্জাতিক বিমান বন্ধ হয়েছে অনেক আগেই।  করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে সমগ্র দেশে  লক ডাউন ঘোষণা করার পর রাজ্যে সবরকম বিমান পরিষেবা বন্ধ রাখা হয়।
উত্তর পূর্বাঞ্চলের এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক্সেকিউটিভ ডাইরেক্টর সঞ্জীব জিন্দাল  জানান যে  জরুরীকালীন অবস্থার দিকে লক্ষ্য রেখে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি  কার্গো বিমান তৈরী রেখেছে।এতে জরুরী জিনিষ,ওষুধ,হাসপাতালের সামগ্রী,ইত্যাদি আনা নেওয়া করতে পারা যাবে। 
উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে কার্গো বিমানটি যাত্রা করবে। বর্তমানে  ,গুয়াহাটি, আগরতলা,ডিব্রুগড কোলকাতাএই রুটে কার্গো বিমান রবিবার থেকে চালু করা হয়েছে ।অলিয়ান্স এয়ার এই কার্গো বিমান চালনা করবে। 
উল্লেখ্য যে প্রথবার এই কার্গো বিমানের দ্বারা কলকাতা থেকে জরুরি সামগ্রী  আগরতলাতে আনানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.