ভারতে ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত, ১ জন মারা গিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ
নয়াদিল্লি : করোনা হাইলাইটস --
* পিছোল আইপিএল, স্থগিত ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ। বন্ধ থাকছে
ইতালির ইংলিশ প্রিমিয়ার লিগও।
* বেঙ্গালুরুতে বন্ধ শপিং মল, রেস্তোরাঁ, মুভি থিয়েটার, পাব।
* ভারতে ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত, ১৭ জন বিদেশি, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
* ভারতে ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত, ১৭ জন বিদেশি, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
* করোনা আতঙ্কে ছয় দেশে এয়ার ইণ্ডিয়ার বিমান
বাতিল।
* বিহার, ওডিশা, উত্তরপ্রদেশে
স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত।
* ৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ সিনেমা হল,
স্কুল, কলেজ।
* আপাতত বিদেশ সফরে যাবেন।না কোনও কেন্দ্রীয়
মন্ত্রী।
* সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর নেতাদের 'একসঙ্গে করোনা মোকাবিলার' প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
* রাজধানী দিল্লিতে আইপিএলের পাশাপাশি সমস্ত
টুর্নামেন্ট ও ইভেন্ট বাতিল ঘোষণা করলো দিল্লি সরকার।
* ঘরবন্দী পড়ুয়াদের জন্য ঘরে ঘরে 'মিড ডে মিল' পৌঁছে দিচ্ছে কেরল সরকার, বাড়াচ্ছে ইন্টারনেটের গতিও।
* করোনায় ত্রস্ত বিশ্ব। ইরানে একদিনে ৮৫ জনের
মৃত্যু। চলছে গণ কবরের ব্যবস্থা।
* ভারত-বাংলাদেশ সীমান্তে ট্রেন-বাস চলাচল বন্ধ।
*এক সপ্তাহের জন্য কর্ণাটকে বন্ধ বিশ্ববিদ্যালয়,
স্কুল, শপিং মল।
* মানেসরের কোয়ারেন্টাইনে মিলল করোনা আক্রান্তের
সন্ধান। আতঙ্কে বন্ধ হলো ভারতীয় সেনার নিয়োগ প্রক্রিয়া।
* পশু-পাখি থেকে করোনা ভাইরাস হয় না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর।
* করোনা মোকাবিলায় মাঠে নামলো ভারতীয় সেনা।
কলকাতায় তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার।
জানা
গেছে, করোনা রোগে আক্রান্ত একজন মারা গিয়েছেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।









কোন মন্তব্য নেই