Header Ads

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৪ মার্চ 

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজারের ও বেশি। শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১টায় এই সংখ্যা ছাড়ায়। চিনের মারা গিয়েছে ৩১৭৬ জন, ইতালিতে ১০১৬ জন। ইরানে ৫১৪ জন। ২০১৯ এর ডিসেম্বরে প্রথম চিনে এই রোগটি ধরা পড়ে।
প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
 এখন ও পর্যন্ত ১লক্ষ ৩৪ হাজার ৩০০ জন এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন। ভারতেই  ৭৮ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। এছাড়াও অনেকের শরীরে এই রোগের লক্ষণ দেখা গেছে। তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেন্দ্র সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা বাতিল করেছে। ২২ মার্চ পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল এর ক্রিকেট ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.