Header Ads

করোনা ভাইরাস : দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হেল্পলাইন নম্বর একনজরে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনা ভাইরাসের আওতায় চলে আসছে পৃথিবীর সিংহভাগ দেশ। বাদ নেই ভারতও। ইতিমধ্যে করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার অতিক্রম করে গেছে। এর আওতায় চলেেএসেছে ভারতও। ফলে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। দিল্লির বাসিন্দারা 011-22307145 নম্বর ডায়াল করতে পারেন।

একনজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কোন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে :
3323412600 অন্ধ্রপ্রদেশ:
0866241078 অরুণাচলপ্রদেশ:
9436055743 অসম:
6913347770 ছত্তিশগড়:
07712235091 দিল্লি:
01122307145 হরিয়ানা:
8558893911 জম্মু:
01912520982 কাশ্মীর:
01942440283 কেরল:
04712552056 লাদাখ:
01982256462 মধ্যপ্রদেশ:
0755-2527177 মহারাষ্ট্র:
020-26127394 নাগাল্যান্ড:
7005539653 ওড়িশা:
9439994859 রাজস্থান:
01412225624 তামিলনাড়ু:
04429510500 ত্রিপুরা:
03812315879 উত্তরপ্রদেশ:
18001805145 আন্দামান ও নিকোবর:
03192232102 যাঁরা বিহার,
গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, পাঞ্জাব, সিকিম, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, পণ্ডিচেরির বাসিন্দা তাঁরা 104 নম্বর ডায়াল করতে পারেন।
মেঘালয় ও মিজোরামের হেল্পলাইন নম্বর হল ১০৮ ও ১০২।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.