Header Ads

ভুবন পাহাড়কে কামাখ্যার ন্যায় বিকশিত করতে কেন্দ্রের কোন পরিকল্পনা আছে কী ? লোকসভায় প্রশ্ন রাজদীপের

বি.এম.শুক্লবৈদ্য, কাছাড়ঃ লোকসভার প্রশ্ন কালিন সত্রে শিলচরের সাংসদ ড. রাজদীপ রায় ভুবন তীর্থ নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন। ড. রায় 3573 নং প্রশ্নে প্রথমে ভুবন পাহাড়ের পরিচিতি তুলে ধরে বলেন যে, শিলচর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দুরত্বে মনিপুর ও মিজোরাম রাজ্যের সিমান্তে অবস্থিত ভুবন পাহাড়। এই গভীর অরণ্যে ভরা এই পাহাড়ে রয়েছে শিব মন্দির। অনেক কিংবদন্তি যুক্ত লোকপ্রিয় এই পাহাড়ে শিবরাত্রি উপলক্ষে প্রতি বৎসর লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে। কিন্তু সংকীর্ণ ও দুর্গম পথ অতিক্রম করতে গিয়ে অনেক তীর্থ যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।
   
এ প্রসঙ্গে ড. রায় প্রশ্ন উত্থাপন করে বলেন যে পবিত্র ভুবন পাহাড়কে কি গুয়াহাটির কামাখ্যা মন্দিরের ন্যায় পর্যটন স্থল হিসেবে বিকশিত করতে কেন্দ্রের কোন পরিকল্পনা আছে ? উত্তরে কেন্দ্রীয় পর্যটন রাজ্য মন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং পার্টেল সাফ জানিয়ে দেন যে, মনিপুর, মিজোরাম সীমান্তবর্তী বরাক উপত্যকার ভুবন পাহাড়ের উন্নতি কল্পে কোন প্রস্তাব রাজ্য থেকে আসেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.