Header Ads

করোনাভাইরাস সংক্ৰমণ ঠেকাতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্ৰধানমন্ত্ৰীর

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৯ মাৰ্চঃ 
করোনাভাইরাস ঠেকাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্ৰকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই করোনায় আক্ৰান্ত হয়ে দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্ৰান্তের সংখ্যা ১৬৭। তাঁদের মধ্যে ১৫ জন সুস্থ হয়েও উঠেছেন। তবে উদ্বেগের বিষয় প্ৰত্যেকদিন করোনায় আক্ৰান্তের সংখ্যা বাড়ছে। তিনি অন্ত কয়েক সপ্তাহ ভিড় ভাট্টা এড়িয়ে চলার বাৰ্তা দিয়েছেন। করোনা ঠোকাতে সকলকে সতৰ্ক হতে পরামৰ্শ দিলেন। যাতে হাসপাতালগুলিতে চিকিৎসক, নাৰ্স, সেবিকাদের ওপর চাপ না সৃষ্টি হয়।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

২২ মাৰ্চ রবিবার দেশবাসীকে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ‘জনতা কাৰ্ফু’ করার বাৰ্তা দিলেন। তবে জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষকে বাড়িতেই থাকার পরামৰ্শ দিলেন। পরিবারে বয়স্ক সদস্যদের ঘরের মধ্যে থাকার বাৰ্তা দিলেন।
করোনা মহামারিতে আৰ্থিক ব্যবস্থায়ও ব্যপক প্ৰভাব ফেলেছে।   এই পরিস্থিতির মোকাবিলা করতে ইকনমিক টাস্ক ফোৰ্স গঠন করা হয়েছে। আৰ্থিক সমস্যা কম করার জন্য এই টাস্ক ফোৰ্স কাজ করবে।
অত্যাবশ্যক সামগ্ৰীর যাতে অভাব না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কে 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.