কা বিরোধী আন্দোলনের পর করোনা ভাইরাস কাজিরঙাকে বিদেশি পর্যটক শূন্য করে তুলেছে, 22 জন জাহাজে আটক বিদেশি পর্যটক দেশে ফিরে গেলেন
অমল গুপ্ত, গুয়াহাটি :
দেশের মধ্যে একশৃঙ্গ
বিশিষ্ট গন্ডারের আবাস্থল অসমের কাজিরঙা, সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রস্থল। কা বিরোধী আন্দোলনের ফলে
বিরূপ প্রভাব পড়েছিল, এবার মারাত্মক
করোনা ভাইরাস কাজিরঙা জাতীয় উদ্যানের প্রবেশ পথ বিদেশি পর্যটকদের জন্য বন্ধ করে
দেওয়া হল। কাজিরঙার সরকারি প্রশাসন বোকাখাত মাহকুমাপতি আজ বিদেশি পর্যটকদের জন্য
নিষেধাজ্ঞা জারি করেছেন সাময়িকভাবে। তিনি জানান, এপ্রিল মাস পর্যন্ত
কাজিরঙা খোলা থাকবে। কাজিরঙা সফর করতে আসা 22 জন পর্যটক গত 7 মার্চ পর্যন্ত এম ভি মহাবাহু নামে এক জাহাজে
আবদ্ধ ছিলেন। 33 জন কর্মচারী
ছিলেন, তাদের স্বাস্থ
পরীক্ষার পর আজ যোরহাট বিমানবন্দর হয়ে ফিরে যান। 22 জনের মধ্যে 15 জন ব্রিটেন, 2 আমেরিকান নাগরিক ছিলেন। এই জাহাজে এক আমেরিকান
নাগরিক ছিলেন, তার দেহে করোনা
ভাইরাসের লক্ষণ ধরা পড়েছিল, গুয়াহাটির এক পাঁচতারা হোটেলে কয়েক ঘন্টা
কাটিয়ে ভুটান চলে যান। সেই হোটেলের একটি
তোলা সিল করে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে চলিত মাধ্যমিক পরীক্ষা যথারীতি হবে বলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন কাটছাট
করা হবে। অসমে বাজেট অধিবেশন চলছে, বন্ধ করার কোনো
খবর নেই। অসম সরকারও কিছু বিধিনিষেধ আরোপ করেছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সকালের
জমায়েত, কোনো প্রদর্শনী প্রভৃতি না করার নির্দেশ
দিয়েছে। 15 এপ্রিল পর্যন্ত
তা বলবৎ থাকবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল 31 মার্চ পর্যন্ত সব সভা-সমিতি বাতিল করবে বলে
জানিয়েছেন, এখন প্রশ্ন 24 মার্চ থেকে বিধানসভা বসবে, তখন কি মুখ্যমন্ত্রী যাবেন না? শ্বাস-প্রশ্বাসে কষ্ট, ঘন ঘন কাশি, জ্বর প্রভৃতি লক্ষণ নোভাল করোনার কারণ হতে পারে,
এই রোগের কোনো ঔষধ নেই।
বিশ্বের 110টি দেশ আক্রান্ত
হয়েছে। ভারতে 88 জন আক্রান্ত
হয়েছে, 2 জন মারা গেছে,
সারা বিশ্বে পাঁচ হাজারের
বেশি মানুষ মারা গেছে। কয়েক লাখ আক্রান্ত হেয়েছে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই