শোভনের তৃণমূলেই ফিরে আসা উচিত ! বৈশাখী-সাক্ষাতে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা পার্থর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
শোভনের বিধানসভা কেন্দ্রে তৃণমূল দায়িত্ব দিয়েছে স্ত্রী রত্নাকে। তাতেই গোঁসা আরও বেড়েছে শোভনের। এই পরিস্থিতিতে শোভন-বান্ধবী বৈশাখী মঙ্গলবার দেখা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই সাক্ষাৎ শোভনকে নিয়ে নয়, সাফ জানিয়ে পার্থ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন--তৃণমূলে শোভনের ভবিষ্যৎ প্রসঙ্গে।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, শোভনকে নিয়ে তো বারবার বলেছি ওর তৃণমূলেই সক্রিয় হওয়া উচিত। ওকে ফেরাতে আমি উদ্যোগ নিয়েছি, ফিরহাদ হাকিম উদ্যোগ নিয়েছেন। কিন্তু ও সক্রিয় হয়নি। একান্তেই ব্যক্তিগত ব্যাপার ওর। কিন্তু এ নিয়ে আর কী করতে পারি আমরা।
পার্থ বলেন, আমরা ওকে অনেকবারই বলেছি, রাজনীতিটা রাজনীতির জায়গায়, ব্যক্তিগত বিষয়টা অন্য জায়গায় থাকুক। ও আসুক, কথা বলুক। কিন্তু ও তো কথাই বলে না। আড়াই বছর ধরে চুপচাপ বসে রয়েছে। এটা তো কাঙ্খিত নয়।
পার্থ চট্টোপাধ্যায় দুঃখপ্রকাশ করে বলেন, এভাবে নিষ্ক্রিয় অবস্থায় শোভনকে দেখতে একেবারেই ভালো লাগে না। ও তো নিজের কথা নিজে এসেই বলতে পারে। কেন ও কথা বলছে না। কেন মাধ্যম করে এগনোর চেষ্টা করছে।
আমি চাই, ও আসুক। নিজে বসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তা না করে চুপচাপ বসে থাকলে কি সমস্যার সমাধান হবে। সেই সমস্যা আরও জটিল হবে। যেমনটা আজ হয়েছে।
পার্থ মনে করেন, বিজেপি ভোট বৈতরণী পার করতেই শোভনকে দলে টানার চেষ্টা করছে। কেননা বিজেপির কোনও মুখ নেই পুরভোটে। একজনকে চাই, সামনে দাঁড় করানোর মতো। তাই শোভনকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।
কোন মন্তব্য নেই