Header Ads

মন কি বাত, প্রধানমন্ত্রী দেশবাসীকে সম্বোধন করলেন


নয়া ঠাহর প্রতিবেদন

 গুয়াহাটি ২৮ মার্চ।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী" মন কি বাত "অনুষ্ঠানে দেশ বাসীর  কাছে ক্ষমা চাইলেন।উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল১১টার সময় "মন কী বাত অনুষ্ঠানের" দ্বারা দেশবাসীকে সম্বোধন করেন। নিজের ভাষণে তিনি লক ডাউনের  জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বলেন যে ,"সবার আগে আমি  দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার বিশ্বাস যে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমাকে জরুরী কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যার জন্য আমি গরীব ভাই বোনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের অসুবিধা বুঝতে পারছি ।১৩০ কোটি জনতা কে বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না ।এর জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সমগ্র বিশ্বের অবস্থা বর্তমানে এমনটাই হয়েছে যে এটাই একটা রাস্তা খোলা আছে। আমাদের সবাইকে একত্রিত হয় এই ভাইরাসের বিরুদ্ধে এখন লড়তে হবে। এই লকডাউন আপনাদের বাঁচানোর জন্য। আপনারা বাচুন আর আপনাদের পরিবারকে বাঁচান। আপনাদের লক্ষণরেখা পালন করতে হবে। কোন নিয়ম ভঙ্গ করলে চলবেনা ।একাংশ লোক এখনো নিয়ম ভঙ্গ করে চলেছে। আমাদের দেশের অনেক  লোক এই জরুরী কালীন অবস্থায় দিনরাত কাজ করে চলেছে।"
উল্লেখ্য যে এই এপিসোড ছিল  মন কী বাত অনুষ্ঠানের ৬৩তম এপিসোড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.