Header Ads

করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ত্ৰাণ কাজে নেমেছে রামকৃষ্ণ মঠ ও মিশন

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৯ মাৰ্চঃ বিশ্বজুড়ে মারণ রোগ নোভেল করোনা ভাইরাসে বিপৰ্যস্তদের পাশে দাঁড়াল রামকৃষ্ণ মঠ ও মিশন। করোনা থেকে সমাজকে বাঁচাতে মিশনের সব শাখা সংগঠনে ভক্তদের প্ৰবেশের ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার শ্ৰমিক পৰ্যায়ের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব জুড়ে ত্ৰাণ কাৰ্যে নামতে সংঘের সমস্ত শাখা কেন্দ্ৰেক ত্ৰাণ কাজে সামিল হতে নিৰ্দেশ দেওয়া হয়েছে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্ৰদেশ, চেন্নাই, তামিলনাড়ু দিল্লি সমেত দেশের বিভিন্ন রাজ্যের শাখা কেন্দ্ৰ থেকে ইতিমধ্যেই ত্ৰাণ কাজ চালু হয়েছে। বিদেশেও কিছু কিছু শহরে ত্ৰাণ কাজে নামার প্ৰস্তুতি নেওয়া হয়েছে মিশনের তরফ থেকে। প্ৰাথমিকভাবে রোগ থেকে বাঁচতে বেলুড়ের স্থানীয় এলাকায় মাস্ক ও স্যানিটাইজার সাধারণ মানুষকে দেওয়া শুরু হয়েছে। খাদ্য সামগ্ৰী পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.