বিজেপি প্রার্থী ভুবনেশ্বরই, মনোনয়ন দাখিল বিজেপিতে
নয়া ঠাহর প্রতিবেদন, নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন
কমিটির সভা গতকাল জগৎ প্রকাশ নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা
মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ, সড়ক পরিবহন ও শিল্পমন্ত্রী
নীতিন গাডকরি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সকল সদস্য বৈঠকে উপস্থিত
ছিলেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটি অসমের ভুবনেশ্বর কালিতা, বিহারের বিবেক ঠাকুর, গুজরাটের
অভয় ভরদ্বাজ, গুজরাটের রমিলাবেন বারা, ঝাড়খণ্ডের দীপক প্রকাশ, মণিপুরের লিয়েসেংবা
মহারাজা, মধ্য প্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের উদয়ন রাজে ভোসলে, রাজস্থানের রাজেন্দ্র
গেহলোত প্রমুখদের রাজ্যসভা নির্বাচনের জন্য অনুমোদন দিয়েছে। রাজ্যসভা দ্বিবার্ষিক
নির্বাচন।
কেন্দ্রীয় নির্বাচন কমিটি অসম ও মহারাষ্ট্রের রাজ্যসভা নির্বাচনের প্রতিটির
একটি করে আসন তার মিত্রদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের রাজ্যসভা প্রার্থীর
নাম মহারাষ্ট্রের আরপিআই(এ) রামদাস আটওয়ালে এবং অসমের বিপিএফ বিশ্বজিৎ দইমারি।









কোন মন্তব্য নেই