শ্রীগৌরীতে ভ্যান দুর্ঘটনা, আহত দুই
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: বেপরোয়া চালানোর জন্য দূর্ঘটনায় পড়ল মারুতি ভ্যান। জখম যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বেলা ২ টা নাগাদ করিমগঞ্জের দিকে শিলচর যাচ্ছিল একটি এ এস১০ডি ৮২২৯ মারতি ভ্যান । ফাঁকা রাস্তা গাড়ির গতি ছিল যথেষ্ট। শ্রীগৌরী হাইস্কুল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে জাতীয় সড়কে পাল্টি খায় গাড়িটি। ছিটকে পড়ে সড়কের পাশে। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহত দুই যাত্রীকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ।দুর্ঘটনাগ্রস্ত মারতি ভ্যান গাড়িটি উদ্ধার করে বদরপুর থানায় নিয়ে আসে তাঁরা।
কোন মন্তব্য নেই