নিহত অভিজিৎ এর পরিবারের হাতে আর্থিক সাহায্য সর্বা সরকারের
নয়া ঠাহর, হাইলাকান্দি : সবার আনন্দ সর্বানন্দ" দৃঢ়তা, সততা ও প্রতিশ্রুতি পালনে আসাম সরকারের তুলনা নেই, তারই আরেকটি প্রমাণ পাওয়া গেলো গত পাঁচ তারিখে। জমি বিবাদের নিষ্পত্তি আপোষ সভায় হাইলাকান্দি জেলার তুলারতল গ্ৰামে গত 9 ফেব্রুয়ারী নিহত ভাটিরকুপা গ্ৰামের অভিজিৎ শর্মা মজুমদারের বিধবা পত্নীর হাতে ৫ (পাঁচ) লক্ষ টাকার প্রতিলিপি তুলে দেন জেলা সার্কেল অফিসার ত্রিদিব রায়। সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিজেপির জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, রাজ্যিক সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্য পদাধিকারীগণ। খবরটি দুদিন আগেই মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিজেপি কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় মারফৎ নিহতের পরিবারকে জানানো ছিল। এছাড়াও কৌশিক বাবু বাকি ৫ (পাঁচ) লক্ষ টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও খুব শীঘ্রই করে দেবেন বলে আশা ব্যক্ত করেন। এর জন্য সমগ্ৰ হাইলাকান্দিবাসীর পক্ষ থেকে ভাটিরকুপা গ্ৰামবাসিরা আসাম সরকার ও কৌশিক বাবুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া, দোষীদের গ্ৰেপ্তার, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সহযোগিতার জন্য আসাম সরকারকে সাধুবাদ জানান হাইলাকান্দিবাসী সহ ভাটিরকুপার জনগণ। আমাদের প্রতিনিধির সাথে একান্ত আলোচনায় অভিজিৎ হত্যার বিষয়টি সরকার অতি গুরুত্ব সহকারে গ্ৰহন করেছে বলে মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ও কৌশিক রায়কে বিশেষভাবে একমাত্র উনাদের দ্বারাই এই সাহায্য মঞ্জুর হয়েছে বলে ধন্যবাদ জানান নিহত অভিজিৎ এর বৃদ্ধ পিতা আশীষ শর্মা মজুমদার ।
কোন মন্তব্য নেই