দোল যাত্রা উপলক্ষে সোমবার বদলে যাচ্ছে মেট্রো রেলের সময়সূচি
কলকাতা : দোল
উপলক্ষে সোমবার অনেক অফিস বন্ধ থাকবে। কিন্তু বন্ধ নেই মেট্রো। দোলে চালু থাকছে
শহর কলকাতার গর্বের মেট্রোরেল পরিষেবা। শুধুমাত্র দোল যাত্রা উপলক্ষে আগামীকাল, সোমবার বদলে যাচ্ছে মেট্রো রেলের
সময়সূচি।
রেল সূত্রে খবর, সোমবার সকালের দিকে মেট্রো বন্ধ
থাকলেও দুপুরের পর মেট্রো চালু হবে। এদিন ১৫ মিনিট অন্তর অন্তর আপ-ডাউন মিলিয়ে মোট
৬২টি মেট্রোরেল চালানো হবে। দিনের প্রথম
মেট্রো চালু হবে দুপুর ২-৩০ মিনিটে। সেটি কবি সুভাষ থেকে নোয়াপাড়ার দিকে যাবে। অন্যদিকে দুপুর ২-৩৯ মিনিটে
নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে যাবে প্রথম ট্রেন। তবে অন্যান্য দিনের মতোই
এদিনের শেষ ট্রেন পাওয়া যাবে।
এই বিষয়ে মেট্রো
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দোলে খুব বেশি মানুষ রাস্তায় বের হন না। বিশেষত সকালের দিকে। গত
কয়েক বছরের অভিজ্ঞতা তাই বলছে, দোলের দিন মেট্রোয় তেমন ভিড় হয়নি। গোটা বিষয়টি
পর্যালোচনা করে ট্রেনের সূচি ও সংখ্যা স্থির করা হয়েছে।
কোন মন্তব্য নেই