Header Ads

বরাকবাসীকে কী খিলঞ্জীয়া হিসাবে গণ্য করা হবে না? প্রশ্ন কমলাক্ষ্য দে পুরকায়স্থের



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের ভূমিপুত্র বা খিলঞ্জীয়ার সংজ্ঞা আজও নির্ধারণ করা হয়নি। কিন্তু অসমের জাতীয়তাবাদী শক্তি খিলঞ্জীয়ার সংজ্ঞা নিয়ে খেয়ালখুশি মতো বক্তব্য রাখছেন। অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রণব বরা রাজ্যের ২৭টি সংগঠনের সঙ্গে কথা বলে ১৯৫১ সালকে ভিত্তিবৰ্ষ করে খিলঞ্জীয়ার সংজ্ঞা নির্ধারণ করে গেছেন। প্রয়াত অধ্যক্ষ সেইসংজ্ঞা নির্ধারণ করার পর এক দীর্ঘ প্রতিবেদন তদানিন্তন তরুণ গগৈর সরকারের আমলে বিধানসভায় পেশ করেছিলেন। বিধানসভায় পেশ করার সঙ্গে সঙ্গে কংগ্রেসের ডা. অর্ধেন্দু কুমার দে অধ্যক্ষের হাত থেকে প্রতিবেদনটি কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিড়ে ফেলেন। অসম সরকার ইতিমধ্য খিলঞ্জীয়া জনগোষ্ঠীর ভূমির অধিকার অর্পণ করার জন্য নীতি প্রণয়ন করেছে। কিন্তু খিলঞ্জীয়ার সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। সরকার নির্দিষ্টভাবে জানিয়েছে, অসম চুক্তির ছয় নম্বর দফার বিভিন্ন পরামর্শ সম্পর্কে হাই লেভেল কমিটি গঠন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সমর্পণ করা হয়েছে। সরকার বিধানসভায় জানিয়েছে খিলঞ্জীয়া শব্দটি সেখানে নেই। গতকাল সরকারেরই শরিক দল অগপ-র বিধায়ক প্রাইভেট বিল উত্থাপন করে ১৯৫১ সালকে ভিত্তি করে খিলঞ্জীয়ার সংজ্ঞা নির্ধারণের দাবি জানিয়েছিলেন। আজ বিধানসভায় কমলাক্ষ্য দে পুরকায়স্থ পয়েন্ট অফ অর্ডার তুলে বলেন, তারই তারাবিহীন ১১৬ নম্বর প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যখন খিলঞ্জীর সংজ্ঞা নির্ধারণ করা হয়নি, তখন রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালকালয় শিলচরে খিলঞ্জীয়াদের (ইন্ডিজেনিয়াস ফেস্টিভ্যাল) উৎসবে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাকৃষ্টি উপস্থাপনের ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলা ভাষা সাংস্কৃতির | কোনো সম্ভার তুলে ধরা হয়নি। বরাক উপত্যকার বাঙালি জনগোষ্ঠীকে উৎসবে আমন্ত্রণ জানানোও হয়নি। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী নব কুমার দোলে আজ লিখিত এক প্রশ্নের জবাবে জানান, গত ৫ ফেব্রুয়ারি শিলচরে বরাক মহোৎসবের (মৈত্রী) আয়োজন করা হয়েছিল। একথা উল্লেখ করে পুরকায়স্থ বলেন, কেন রাজ্যের দ্বিতীয় বৃহৎ ভাষাগোষ্ঠী বাঙালি সংস্কৃতির উপস্থাপনার প্রয়োজন বোধ করলেন না। সরকার যে বরাক উপত্যকার মানুষকে খিলঞ্জীয়া হিসাবে গণ্য করছেন না, তাতে সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আয়োজিত উৎসব থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি প্রশ্ন তােলেন রাজ্যের বিধানসভাকে বেপথে পরিচালনা করলেন না-কি সাংস্কৃতিক বিভাগ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.