করোনা আতঙ্ক, গোটা বিশ্ব ক্ৰমশ জটিল হচ্ছে পরিস্থিতি, বন্ধ হয়েছে বিভিন্ন শিক্ষা-প্ৰতিষ্ঠান, ইভেন্ট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ১২ মার্চ
বিশ্বের বিভিন্ন দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ জটিল হচ্ছে । দেশে দেশে জারি হয়েছে সতর্কতা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু) করোনা ভাইরাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে ।
এবার কোভিড ১৯ অসুখকে মহামারী ঘোষণা করার পর রাষ্ট্ৰপতি ভবনে সাধারণের প্ৰবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্ৰবার থেকে এই নিষেধাজ্ঞা লাগু হবে। করোনার আতঙ্কে এবছর রাষ্ট্ৰপতি ভবনে হোলির আয়োজনও করা হয়নি। পরবৰ্তী নিৰ্দেশ না দেওয়া পৰ্যন্ত কোনও পৰ্যটক রাষ্ট্ৰপতিভবনে যেতে পারবেন না।
ছবি, সৌঃ ইন্টারনেট
করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে নজিরবিহীন এবং উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী টুইট করে জানিয়ে দিয়েছেন- আগামী বেশ কিছুদিন কোনও কেন্দ্ৰীয় মন্ত্ৰী বিদেশে যাবেন না। টুইটে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন- খুব প্ৰয়োজন না থাকলে কেউ যেন বিদেশ না যান।
বৃহস্পতিবার কেরলে আরও দু জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। ভারতে করোনা আক্ৰান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪।
ভারতের রাজধানী শহর দিল্লিতে একের পর এক স্কুল কলেজ, সিনেমা হল আগামী ৩১ মাৰ্চ পৰ্যন্ত বন্ধ রাখার নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে জম্মুও কাশ্মীরের পাঁচ জেলায় গতকালই সমস্ত প্ৰাইমারি স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্ৰশাসন। জম্মু, সাম্বা, কাঠুয়া রেসাই ও উধমপুর এই পাঁচ জেলায় ৩১ মাৰ্চ পৰ্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্ৰতিষ্ঠান। জম্মুতে ৬৩ বছরের এক মহিলা করোনা ভাইরাসে আক্ৰান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছুদিন আগে তিনি ইরানে গিয়েছিলেন। গত সোমবার হোলির দিন প্ৰকাশ্যে আসে এই খবর।
এদিকে পশ্চিমবঙ্গের বৰ্ধমান জেলায় ইতালির ৩ মহিলাকে জেলা ছেড়ে চলে যাওয়ার নিৰ্দেশ দিল জেলা প্ৰশাসন। স্বাস্থ্য পরীক্ষার প্ৰমাণপত্ৰ দেখিয়েও রেহাই পান নি তারা। পুলিশ এসকৰ্ট করে গুসকরা-মানকর রোড দিয়ে ২ নম্বর জাতীয় সড়কে তুলে দিয়ে আসে তাঁদের। বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের দিকে রওনা হন ওই তিনজন।
আমেরিকা সমস্ত ইউরোপীয়দের সে দেশে ঢোকার ভিসা বাতিল করে দিয়েছে। ভারতে কেন্দ্রীয় সরকার বিদেশিদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে । অনিশ্চয়তার ছায়া ইংল্যান্ড ও ইতালির ফুটবল লিগ সহ ভারতের আইপিএল -এ।
এখনও পৰ্যন্ত কোরোনায় আক্ৰান্ত হয়েছে প্ৰায় ১২ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজারেরও বেশি। আক্তান্ত হয়েছেন ব্ৰিটেনের স্বাস্থ্যমন্ত্ৰী, হলিউড অভিনেতা টম হ্যাংকস, জুভেন্তাস ফুটবলার ড্যানিয়েল রুগানির মতো বিশিষ্টরা। ড্যানিয়েল রুগানি জুভেন্তাসে ক্ৰিশ্চিয়ানো রোনাল্ডোর সতীৰ্থ। কিছুদিন আগে একই ড্ৰেসিং রুম শেয়ার করেছেন দুজনই। তাই সতৰ্কতা হিসেবে ক্ৰিস্টিয়ানো রোনাল্ডোকে রাখা হল কোয়ারাস্টাইনে। বৰ্তমানে রোনাল্ডো নিজের দেশ পৰ্তুগালে রয়েছেন। চিনের পর সবচেয়ে বেশি প্ৰভাব ফেলেছে ইতালিতে। তাই সেখান থেকে তাঁকে ইতালিতে ফিরতে বারণ করা হয়েছে।
বুধবারই করোনাভাইরাসের সংক্ৰমণকে প্যানডেমিক বা অতিমারী ( মহামারীর চেয়ে ভয়াবহ) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বাতিল হয়ে যাচ্ছে একের পর এক ইভেন্ট।
এবার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব কমিটির সভাপতি পিয়ের লেমকিওর জানিয়েছেন, কোরোনা ভাইরাসের সংক্রমণে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে উৎসব বন্ধ করে দেবেন তাঁরা । তবে, এখনও যা পরিস্থিতি তাতে তাঁরা চলচ্চিত্র উৎসব নির্বিঘ্নে করতে পারবেন বলে আশাবাদী । তিনি সঙ্গে এও বলেন যে, উৎসব নিয়ে ঝুঁকি নেওয়ার কোন প্রশ্ন নেই।
চলতি বছরের ১২-১৩ মে কান চলচ্চিত্র উৎসব হওয়ার কথা রয়েছে । পরিস্থিতি দুমাস পর এখনকার মতো থাকবে না বলেই উৎসব কর্তৃপক্ষ আশাবাদী । উৎসব বন্ধ হলে কমপক্ষে ৩২ মিলিয়ন ইউরোর ক্ষতি হওয়ার আশঙ্কা ।









কোন মন্তব্য নেই