Header Ads

দিল্লিতে গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা খুনে গ্রেফতার আরও এক

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ১২ মার্চ গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মাকে দিল্লির হিংসায় খুন করা হয়েছিল । এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনকে । বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে । বৃহস্পতিবার আটক ব্যক্তির নাম সলমন। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের হাতে ধরা পড়েছে সলমন ।
প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট

অঙ্কিত শর্মাকে অন্ততপক্ষে ৪০০ বার কোপানো হয়েছিল । অঙ্কিতের বাবা জানিয়েছিলেন , অঙ্কিতের দেহে শুধু অন্তর্বাস ছিল । দেহের সর্বত্রই ছিল আঘাতের চিহ্ন । আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনকে অঙ্কিতের বাবা খুনের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এফআইআর ও দায়ের করা হয়েছিল । ওই সময় একটি ভিডিওতে দেখা গিয়েছিল তাহিরের বাড়ির ছাদে জড়ো হয়েছে অনেক লোক। গোয়েন্দা অফিসার খুনের ঘটনায় নাম জড়ানোয় আম আদমি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল তাহিরকে। সেসময় সে ফেরার  ছিল । পরে আদালতে আত্মসমর্পণ করার সময় তাহিরকে আটক করেছিল দিল্লি পুলিশ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.