Header Ads

কাঁসর , ঘন্টা, থালা বাজিয়ে ও হাততালি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ সারা ভারতের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২২ মার্চ 
করোনা ভাইরাসের প্রকোপ রুখতে রবিবার ভারত জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্বাস্থ্য, সংবাদমাধ্যম ও অন্যান্য জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের কাঁসর, ঘন্টা, থালা বাজিয়ে ও হাততালি দিয়ে রবিবার সন্ধ্যায় তাঁদের ধন্যবাদ জানাতে সাধারণ মানুষকে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ।



এদিন সকাল থেকেই জনতা কার্ফুতে স্বতঃস্ফূর্ত ব্যাপক সাড়া মেলে । রাস্তাঘাট ছিল সুনসান । কিন্তু ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা ছুঁতেই দেশের বিভিন্ন প্রান্তে নিজের বাড়ির পরিসরে শঙ্খ, ঘন্টা, কাঁসর,থালা বাজিয়ে ও হাততালি দিয়ে ওইসব অক্লান্ত  কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন মানুষজন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.