Header Ads

প্রধানমন্ত্রীর ডাকা জনতা কারফিউ নজিরবিহীন সাড়া রাজ্যবাসীর, সব রাজপথ জনশূন্য, কাল সকাল ৮ টা পৰ্যন্ত মেনে চলার আহ্বান রাজ্য পুলিশের


অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা ভাইরাস বা কোভিড ১৯ জীবাণু সংক্রামিত হয়েছে সমগ্র বিশ্বে,  অসমে এখন পৰ্যন্ত একটিও পজিটিভ কেস নেই। জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ বছরের শিশু কন্যার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছিল। পরে ডিব্রুগড়ের লাহোয়ালের আর এম আর সি-তে দ্বিতীয়বার পরীক্ষায় কোনও রোগ ধরা পড়েনি। নেগেটিভ ধরা পড়েছে আজ সাংবাদিক সম্মেলন ডেকে লাহোয়াল কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন। 
বৃহৎ গোষ্ঠীর এই সংক্রামক রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও। জনাকীর্ণ এলাকায়, জমায়েতে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে। জ্যামিতিক হারে চেন সিস্টেমে দ্রুত এই রোগ ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের সঙ্গে মানুষের মধ্যে ব্যবধান রাখার জন্য রবিবার আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পৰ্যন্ত ১৪ ঘন্টা জনতা কারফিউর ডাক দেওয়ার পর আজ সন্ধ্যা নাগাদ অসম পুলিশ টুইট করে এই কারফিউ আগামীকাল সকাল ৮টা পৰ্যন্ত বৃদ্ধি করে। তার প্রতি সাড়া দেবার জন্যে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। আজ গুয়াহাটি মহানগরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করা হলো। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গুয়াহাটি বাসী সহ রাজ্যের মানুষ নজিরবিহীনভাবে সাড়া দিল। এই রোগ প্রতি রোধে স্বাস্থ্য বিভাগের কর্মী, পুলিশ, সংবাদ মাধ্যম হাসপাতালের ডাক্তাররা নিরলসভাবে কাজ করে যারছেন, তাদের উৎসাহিত করার জন্য বিকাল ৫টাতে পাঁচ মিনিট ধরে ঘন্টা, থালা, বাটি, শঙ্খ, মাদল প্রভৃতি বাজানোর প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছে রাজ্যবাসী। তাও বিরল, নজিরবিহীন। বহুতল বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আবাল বৃদ্ধ বনিতা কাঁশর ঘন্টা,  থালা-বাটি বাজালেন, অনেকের হাতে জাতীয় পতাকা ও দেখা গেল, দেশপ্রেমের এক উজ্জ্বল ছবি ধরা পড়লো। এক জটিল সময়ে, মহামারী প্রতিরোধে জোটবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়াতে দেখা গেল আম জনতাকে। আগামীকাল পৰ্যন্ত কারফিউ চলবে, কাল থেকে অধিকাংশ যানবাহন ৩১ মার্চ পৰ্যন্ত বন্ধ থাকবে, কামরূপ চেম্বার অফ কমার্স কাল থেকে তিন দিন ব্যাবসা বাণিজ্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। সব বিমান ও চলবে না। ৩১ তারিখ পৰ্যন্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ, তবে মালবাহী ট্রেন চলবে। কেন্দ্র দেশের ৭৫টি শহরকে লকডাউন ঘোষণা করেছে, নাগাল্যান্ড, ত্রিপুরা সরকার পশ্চিমবঙ্গের মতো ১৮৯৭ সালের এপিডমিক ডিজিজ আইন বলবৎ করে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ৭৫ জেলাতে লক ডাউন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গেও কলকাতা সহ সব পুর শহরে লক ডাউন ঘোষণা করা হয়েছে,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.